এনএটিপি প্রকল্পে ফিল্ড অফিসার নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০১৯
এনএটিপি প্রকল্পে ফিল্ড অফিসার নিয়োগ - ২০১৯
এনএটিপি প্রকল্প (প্রাণীসম্পদ অধিদপ্তর)
ফিল্ড অফিসার নিয়োগ
প্রশ্ন ও সমাধান ২০১৯
ইংরেজি
১. অলস ব্যক্তি কখনো সুখী হয় না ইংরেজি অনুবাদ
– An idle man is never happy
২. Choose the adjective form of the following
– exciting
৩. Which sentence is correct
–
৪. My uncle looks after me. Passive form is —–?
I am looked after by my uncle
৫. Swan song means
– Last Work
৬. Let’s have a cup of tea, —, – ? Add a question tag to this sentence.
– shall we ?
৭. The correct Spelling
– Humorous
৮. Genocide is
– Noun
৯. He — so hard that he is certain to succeed.
– works
১০. Synonym of substantiate
– Confirm
১১. Past Particle form of SWING
– SWUNG
১২. Antonym of Curtail
– Prolong
১৩. Find the correct sentence
– I am obliged to you for your kindness.
১৪. Find the correct sentence
– He is a perfect Judge.
১৫. We often go fishing — the river bank.
– along
১৬. The lecture will be held right — the tutorial.
– before
১৭. The mission is — United Nations control.
– Under
Choose analogous pair:
১৮. Pesticide : Plant
– Vaccination : Body ( First is meant to protect the second from diseases )
১৯. Cool : Cold
– Pretty : Beautiful (Second is of higher intensity than the first. )
২০. I will wait to call my manager — I hear from the client.
– until
বাংলা
২১. ভাষার মৌলিক অংশ কয়টি
– ৪টি
২২. ছদ্মনামসহ মূল নাম কোনটি সঠিক
– মীর মোশাররফ হোসেন – গাজী মিঞা
২৩. বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত কার রচনা
– মুহাম্মদ শহীদুল্লাহ
২৪. খ্রিস্টাব্দ কোন ধরনের শব্দ
– মিশ্র শব্দ
২৫. জয়ের জন্য যে উৎসব- এককথায় প্রকাশ
– জয়ন্তী
২৬. পরস্পর কাছাকাছি ধ্বনি বা বর্ণের মিলনকে বলে
– সন্ধি
২৭. হায়রে আমরা কেবল আঁটি আর চামড়া – প্রবাদটির অর্থ কি
– বাইরে ফিটফাট ভিতরে সদরঘাট
২৮. প্রথম বাংলা সাময়িক পত্র কোনটি
– দিকদর্শন
২৯. কুজ্ঝটিকা শব্দটির সন্ধি বিচ্ছেদ
– কুৎ+ঝটিকা
৩০. ছোট প্রাণ ছোট ব্যথা ছোট ছোট দুঃখ কথা- ছোট গল্প সম্পর্কে কে এমন মন্তব্য করেছেন
– রবীন্দ্রনাথ ঠাকুর
৩১. বাংলা বর্ণমালায় মোট বর্ণ কয়টি
– ৫০টি
৩২. বিগ্রহ শব্দের বিপরীত শব্দ হলো
– সন্ধি
৩৩. কারক নির্ণয় কর – ‘ডাক্তার ডাক’
– কর্মে শূন্য
৩৪. শুদ্ধ বানান কোনটি
– মোহিণী
৩৫. পদ্মরাগ উপন্যাসটির রচয়িতা কে
– রোকেয়া সাখাওয়াত হোসেন
৩৬. ছাত্র সমাজ শব্দটি কোন সমাসের উদাহরণ
– ষষ্ঠী তৎপুরুষ
৩৭. পাখির দলে দলে কলরব করছে
– এখানে দলে দলে কী অর্থে বোঝায়েছে
৩৮. ভ্রম শব্দের অর্থ হলো
– প্রমাদ
৩৯. মনির চৌধুরী রচিত কেউ কিছু বলতে পারে না একটি
– অনুবাদ নাটক
৪০. সপ্তাহ কোন ধরনের শব্দ
– পরিমাণ বাচক
গণিত
৪১. পরপর তিনটি সংখ্যার গুণফল ২১০ হলে তাদের যোগফল কত?
– ১৮
৪২. ৯৭২ কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে?
– ৩
৪৩. ৬৪ কিলোগ্রামের বালি ও পাথরের টুকরার মিশ্রণে বালির পরিমাণ ২৫%। কত কিলোগ্রাম বালি মিশালে নতুন মিশ্রণে পাথর টুকরার পরিমাণ ৪০% হবে?
– ৫৬ কিলোগ্রাম
৪৪. স্থির পানিতে নৌকার বেগ ঘণ্টায় ২ কিমি ও স্রোতের বেগ ৩ কিমি হলে স্রোতের অনুকূলে নৌকার কার্যকরি গতিবেগ কত?
– ৫ কিমি.
৪৫. একটি ত্রিভুজের কয়টি মধ্যমা থাকে
– ৩ টি
৪৬. (x+y)^2=14,xy=2 হলে x^2+y^2= ?
– 18
৪৭. 5^2/5^3 = ?
– 5^-1
৪৮. a-b = 4, ab = 20 হলে a^3-b^3= কত?
– 304
৪৯. X ও Y দুটি ক্রমিক জোড় সংখ্যা হলে নিচের কোনটি বিজোড়?
– X^2+1
৫০. রানা একটি কাজ ১০ দিনে করতে পারে এবং কামাল একই কাজ ১৫ দিনে করতে পারে। দুজন একত্রে কত দিনে কাজটি শেষ করতে পারবে?
– ৬ দিনে
৫১. এক মণ চাল ২৩৭৫ টাকায় বিক্রয় করায় ৫% ক্ষতি হলো। প্রতি মণ কত টাকায় বিক্রয় করলে ৬% লাভ হবে?
– ২৬৫০ টাকা
৫২. প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় ২৫। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গড় ৩০ হলে, তৃতীয় সংখ্যাটি কত?
– ৪০
৫৩. ৩০ টাকা ৭৫ টাকার শতকরা কত?
– ৪০%
৫৪. যদি ১২ জন পুরুষ অথবা ১৮ জন মহিলা একটি কাজ ১৪ দিনে করতে পারে, তাহলে ৮ জন পুরুষ ও ১৬ জন মহিলা একত্রে কাজটি কত দিনে করবে?
৫৫. a^3+1/a^3=3 হলে a^3+1/a^3=কত?
– 18
৫৬. (x-5)(a+x)=x^2-25 হলে a = ?
– 5
৫৭. x+1/x=2 হলে (x-1/x)^2 = ?
– 0
৫৮. একটি বইয়ের দৈর্ঘ্য ২৫ সে.মি. ও প্রস্থ ১৮ সে.মি। বইটির পৃষ্টা সংখ্যা ২০০ এবং প্রতি পাতা কাগজের পুরুত্ব ০.১ মি.মি হলে বইটির আয়তন নির্ণয় কর।
– ৪৫০ ঘন সে.মি
৫৯. একই হার মুনাফায় কোনো আসল ৬ বছরে মুনাফা-আসলে দ্বিগুন হলে, কত বছরে তা মুনাফা-আসলে তিন গুন হবে?
– ১২ বছর
৬০. x4+x2-0 এর সঠিক উৎপাদক বিশ্লেষণ
– (x2+5)(x2-4)
সাধারণ জ্ঞান
৬২.বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস লাভ করে
– ২০০০
৬২. বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনীর উদ্দেশ্য কী ছিল
– যুদ্ধাপরাধীর বিচার
৬৩. বাংলাদেশের প্রথম সাইবার সিটি কোনটি
– সিলেট
৬৪. কোন রাষ্ট্রগুলো দ্বীপের সমষ্টি
– জাপান ও ফিলিপাইন
৬৫. Microsoft Word একটি ——– সফটওয়ার
– অ্যাপ্লিকেশন
৬৬. Touchpad একটি —— ডিভাইস
– ইনপুট ডিভাইস
৬৭. দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়
– ১৯৩৯ সালে
৬৮. ২০২২ সালে ফিফা বিশ্বকাপ হবে
– দোহা
৬৯. পৃথিবীর সর্বাধিক জনবহুল দেশ কোনটি
– চীন
৭০. মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে বিভক্ত করা হয়
– ১১