- একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে, চলবে ৩০ জুন পর্যন্ত।
- ভর্তির ক্ষেত্রে সব অনিয়ম দূর করে স্বচ্ছতা আনতে ২০১৫ সাল থেকে অনলাইনে সমন্বিত ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। ৫ম বারের মতো অনলাইনে ভর্তি কার্যক্রম উদ্বোধন করে একাদশ শ্রেণিতে ভর্তি নিয়ে কথা বলেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি।
- ভর্তি প্রক্রিয়া শেষে আগামী ১ জুলাই থেকে একাদশ শ্রেণির ক্লাশ শুরু হবে। অনলাইনে একজন শিক্ষার্থী সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজে ভর্তির পছন্দক্রম দিতে পারবে।
Comments